বিপুলা এ পৃথিবীর কতটুকু বা জানি! তবুও যা জানি,তা নিজের মাতৃভাষায় জানলে তা স্মৃতিতে থাকে বহুদিন। অনেকসময় পাঠ্যবইয়ের বাইরেও জানার পরিধি বিস্তৃত করতে হয়। কিন্তু বাংলায় না হলে সেটা যেন ঠিকমতো বুঝে উঠতে পারি না। নিজের সাবজেক্টের বাইরে কিছু খুঁজতে গেলে মনমতো পাই না। তাই বাংলাভাষীদের জ্ঞানপিপাসা মেটাতে এবং বাংলা শিক্ষামূলক কন্টেন্টের জগৎ কে আরো সমৃদ্ধ করার প্রত্যাশা নিয়ে আমার আগমন।