প্রিয় পাঠকবৃন্দ, The Unspecified Chronicle আমার ক্রিয়েটিভ ব্রেনচাইল্ড। এর প্রতিটা লিখিত কন্টেন্ট অর্থাৎ আর্টিকেলগুলো আমার কাছে অর্থবহ এবং মূল্যবান। এমতাবস্থায় যদি কেউ কোনো ক্রেডিট ছাড়াই আমার লেখাগুলো বিভিন্ন জায়গা যেমন ফেসবুক, কোরা এসব জায়গায় কপিপেস্ট করেন তাহলে তা খুবই দুঃখজনক এবং তা পাঠক হিসেবে আপনার ভালো মানসিকতার পরিচয় বহন করে না। আপনি যদি সত্যি এই সাইটের কন্টেন্ট গুলো পছন্দ করে থাকেন তাহলে অনুগ্রহ করে সেগুলোর লিংক শেয়ার করুন বা নিজের কাছে রেখে দিন। বা কিছু পরিমাণ উদ্ধৃত করলে তার রেফারেন্স হিসেবে সাইটের লিংক বা নাম লিখে দিন।
এখানে যেসব ছবি আমি ব্যবহার করি তার অনেকগুলোই stock photo ওয়েবসাইট বিশেষ করে pexels এবং pixabay থেকে নেওয়া। আর ফিচার্ড ইমেজগুলো আমার নিজের তৈরি।
আপনি যদি আপনার স্বলিখিত কিছু এখানে প্রকাশ করতে চান, তাহলে ই-মেইল করুনঃ info@theunspecifiedchronicle.xyz
The Unspecified Chronicle এ আপনাদের বহুমাত্রিক যাত্রা সুখময় হোক।